ATN
শিরোনাম
  •  

রেমিট্যান্স এসেছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার

         
রেমিট্যান্স এসেছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার

রেমিট্যান্স এসেছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার

অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৯ কোটি ডলার রেমিট্যান্স।

রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। এরমধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স।

পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ২৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৮ কোটি ৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০ লাখ ডলার।

রিপোর্ট : সে. মা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ