রাশিয়া সমঝোতা না করলে ইউক্রেনে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধান না হলে কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার, ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, এ মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, টমাহক খুবই শক্তিশালী ও আক্রমণাত্মক অস্ত্র। যা মস্কোর জন্য ভালো কিছু হবে না। একইসঙ্গে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি। অত্যাধুনিক প্রযুক্তির টমাহক ক্ষেপণাস্ত্র -২ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে, এমনকি মস্কোতেও হামলার সক্ষমতা রাখে।
এরআগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজায় যুদ্ধবিরতির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রিপোর্ট : রা. মু/টুবন
রোববার, ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, এ মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, টমাহক খুবই শক্তিশালী ও আক্রমণাত্মক অস্ত্র। যা মস্কোর জন্য ভালো কিছু হবে না। একইসঙ্গে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি। অত্যাধুনিক প্রযুক্তির টমাহক ক্ষেপণাস্ত্র -২ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে, এমনকি মস্কোতেও হামলার সক্ষমতা রাখে।
এরআগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজায় যুদ্ধবিরতির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রিপোর্ট : রা. মু/টুবন