ATN
শিরোনাম
  •  

স্বর্ণের দাম সর্বোচ্চ – টার্গেটে স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ

         
স্বর্ণের দাম সর্বোচ্চ – টার্গেটে স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ

স্বর্ণের দাম সর্বোচ্চ – টার্গেটে স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ

দেশের ইতিহাসে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে স্বর্ণ চোরচক্র ও অপরাধীরা। তারা টার্গেট করছে স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকেও। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহম্মেদ।

স্বর্ণের দাম প্রতিদিনই ছুঁয়েছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারের প্রভাব, মুদ্রাস্ফীতি আর ডলারের দামের কারণে দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সবশেষ তথ্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।

ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন শুধু দামই বাড়েনি, বেড়েছে ঝুঁকিও। গেল বছরেই স্বর্ণ চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। গেল ২৩ ফ্রেবুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে ১৬০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর দুই সপ্তাহের মধ্যেই ৬ জনকে অস্ত্র, মোটসাইকেলসহ গ্রেপ্তার ও মাত্র ৪ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা উদ্ধারের কথা জানায় ডিবি। এরপর আরও ২ জনকে গ্রেপ্তার করা হলেও আর অগ্রগতি নেই।

গত ৫ অক্টোবর যাত্রাবাড়ির একটি মার্কেটের পাশের দেয়াল ভেঙ্গে ব্যবসায়ীর ১০৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় দুবৃত্তরা। স্বর্ণ লুটের জন্য দুমাস আগেই পাশের দোকান ভাড়া নিয়েছিলো তারা।

সবশেষ গেল বুধবার মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় চোরেরা। চুরির সময় ভেতরে ২ জন আর বাইরে ২ ছিলো জন।

শুধু রাজধানী নয়, চলতি মাসেই বরিশালের গৌরনদীর হোসনাবাদ বাজারে স্বর্ণের দোকানে লুট করে দুবৃর্ত্তরা।

গেল ৯ অক্টোবর লক্ষীপুরে মা ও মেয়েকে জবাই করে প্রায় ৩০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় দুবৃর্ত্তরা।

ফরচুন শপিং মলের সাধারণ সম্পাদক এবং বাজুস ভাইস প্রেসিডেন্ট বলেন এসব ঘটনা ভাবিয়ে তুলছে স্বর্ণ ব্যবসায়ীদের। এসব ব্যাপারে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন তারা।

পুলিশ বলছে, স্বর্ণ দোকানের জন্য আলাদাভাবে নিরাপত্তার সুযোগ না থাকলেও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

স্বর্ণের দাম আরও বাড়বে কি না, তা নির্ভর করছে বৈশ্বিক বাজারের ওপর। তবে যে কোন পরিস্থিতিতে সচেতনতা আর নিরাপত্তাই হতে পারে সবচেয়ে বড় ঢাল।

রিপোর্ট : সা. আ. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ