ATN
শিরোনাম
  •  

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

         
আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন অজ্ঞাত ব্যক্তি চুরি করে নিয়ে যায়। এছাড়া মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও চুরি হয়েছে।

চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪ এবং অপরটি ভিভো-১২। চুরি হওয়া দুটি মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, “বিচারক মহোদয় আদালত চলাকালীন সময়ে নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একইভাবে রেখেছিলেন। ওই সুযোগে অজ্ঞাত কেউ দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।”

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন বলেন, “মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

রিপোর্ট : এটিএন নিউজ / জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ