ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে গাড়ি চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, জব্দ ৪ ট্রাক

         
কেরানীগঞ্জে গাড়ি চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, জব্দ ৪ ট্রাক

কেরানীগঞ্জে চুরি হওয়া ৪টি গাড়ি উদ্ধার, ডিবি পুলিশের হাতে গ্রেফতার ৫

কেরানীগঞ্জে আন্তঃজেলা সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। এ সময় চুরি হওয়া ড্রাম ট্রাকসহ মোট ৪টি গাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. বিল্লাল হোসেন ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. সজিব শিকদার (৩৫), মো. সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।

আজ (রোববার) দুপুরে কদমতলী গোলচত্বরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় জাকির হোসেনের দোকান থেকে মুজিবুর রহমান নামে এক ব্যক্তির একটি ড্রাম ট্রাক চুরি হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ, সাভার এবং যশোর কোতোয়ালি থানায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া ৪টি ট্রাক উদ্ধার করা হয়। তদন্তে জানা গেছে, চোরচক্রটি চুরি করা গাড়ির যন্ত্রাংশ পরিবর্তন ও মডিফাই করে বিভিন্ন স্থানে বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ / জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ