নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। আজ রবিবার (১২ অক্টোবর) চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া।
এ ম্যাচে ৬৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮০ রান করেন মান্ধানা। এই ইনিংস খেলার পথে এ বছর ১ হাজার রান পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার। বিশ্বের প্রথম নারী ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মান্ধানা। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১০৬২ রান করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন মান্ধানা। ১৭ ম্যাচে ৯৮২ রান করা অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার বেলিন্ডা ক্লার্কের রেকর্ড দখলে নিয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রান করেছিলেন ক্লার্ক।
এছাড়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মান্ধানা। ১১২ ম্যাচে তার রান এখন ৫০২২।
এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের সাবেক খেলোয়াড় মিতালি রাজ। ২৩২ ম্যাচের ২১১ ইনিংসে ৭৮০৫ রান করেছেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
এ ম্যাচে ৬৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮০ রান করেন মান্ধানা। এই ইনিংস খেলার পথে এ বছর ১ হাজার রান পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার। বিশ্বের প্রথম নারী ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মান্ধানা। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১০৬২ রান করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন মান্ধানা। ১৭ ম্যাচে ৯৮২ রান করা অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার বেলিন্ডা ক্লার্কের রেকর্ড দখলে নিয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রান করেছিলেন ক্লার্ক।
এছাড়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মান্ধানা। ১১২ ম্যাচে তার রান এখন ৫০২২।
এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের সাবেক খেলোয়াড় মিতালি রাজ। ২৩২ ম্যাচের ২১১ ইনিংসে ৭৮০৫ রান করেছেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স