ATN
শিরোনাম
  •  

নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের দায়িত্ব নিয়েছি: নতুন জনপ্রশাসনসচিব

         
নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের দায়িত্ব নিয়েছি: নতুন জনপ্রশাসনসচিব

নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের দায়িত্ব নিয়েছি: নতুন জনপ্রশাসনসচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মো. এহছানুল হক।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নতুন সচিব বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ হলো নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করব। যারা মাঠ প্রশাসনে দায়িত্বে আছেন, তারা অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এটি নিশ্চিত করার দায়িত্ব আমি নিলাম।’

নির্বাচনের আগে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদে পরিবর্তন আসবে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে নীতি নির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করতে হবে, এখন কিছু বলা যাচ্ছে না।’

এহছানুল হক বলেন, ‘আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ ও সুরক্ষা প্রদান করলে আমার কর্মকর্তারা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবেন। যদি কেউ দলীয় সম্পৃক্ততার কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনো দলীয় নির্দেশে কাজ করি নি, ভবিষ্যতেও করব না। নির্বাচনকালীন কর্মকর্তাদের যেন সব বিতর্কের ঊর্ধ্বে থাকার সুযোগ থাকে, সেদিকেও আমরা লক্ষ্য রাখব।’

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ