ATN
শিরোনাম
  •  

আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত

         
আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত

আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত

রাতভর ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান সীমান্তে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় আফগান তালেবানের অন্তত ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে আফগান হামলায় পাকিস্তানের ২৩ সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ।

শনিবার গভীর রাতে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ শুরু হয়, যা ভোর পর্যন্ত চলে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, “আফগান যোদ্ধাদের হামলায় ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।”

অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং নিজেদের ৯ জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর বক্তব্য, “বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী রাতের অভিযানে তালেবান ও অন্যান্য ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন।”

সৌদি আরব ও কাতারের সংযমের আহ্বান

সংঘর্ষের পর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা গভীর উদ্বেগের বিষয়। আমরা উভয় পক্ষকে সংযম ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাচ্ছি।”

একই আহ্বান জানিয়েছে কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “উভয়পক্ষ যেন কূটনৈতিক পথে সমস্যার সমাধান করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে- কাতার সে প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত।”

রিপোর্ট : এটিএন নিউজ / জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ