আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে নামিবিয়া। গতকাল (১১ অক্টোবর) রাতে টি-টোয়েন্টি সিরিজের একমাত্র ম্যাচে নামিবিয়া ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়াদের।
এনিয়ে চতুর্থবার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়ন্টিতে জয়ের নজির গড়ল নামিবিয়া। এর আগে শ্রীলংকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে হারিয়েছে নামিবিয়া।
উইন্ডহকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১ রানে আউট হন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক।
তিন নম্বরে নামা রেজা হেনড্রিক্সও সুবিধা করতে পারেননি। ৭ রানে থামেন তিনি। ২৫ রানে ২ উইকেট পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মিডল অর্ডারে বড় কোন জুটি না হওয়ায় ৮২ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।
সপ্তম উইকেটে ৩৫ বলে ৩৭ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার রান ১শ পার করেন জেসন স্মিথ ও বির্জন ফরচুন। ২টি চারে ৩০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে থামেন স্মিথ। শেষ দিকে ফরচুনের অপরাজিত ১৯ ও জেরাল্ড কোয়েৎজির ৬ বলে ১২ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে প্রোটিয়ারা।
নামিবিয়ার হয়ে ২৮ রানে ৩ উইকেট নেন পেসার রুবেন ট্রাম্পেলম্যান।
জবাবে ২৮ রানে ২ উইকেট হারায় নামিবিয়া। পরের দিকের ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ১৭তম ওভারে ১০১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ ৩ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে ৩২ রান দরকার ছিল নামিবিয়ার। এ অবস্থায় ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার জান গ্রিন ও ট্রাম্পেলম্যান। ১৮তম ওভারে ৯ এবং ১৯তম ওভারে ১২ রান তুলেন তারা। এতে শেষ ওভারে ১১ রান প্রয়োজন পড়ে নামিবিয়ার।
দক্ষিণ আফ্রিকার পেসার আন্দিলে সিমিলানের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারেন গ্রিন। পরের চার বল থেকে ৪ রান তুলেন গ্রিন ও ট্রাম্পেলম্যান। শেষ ডেলিভারিতে ১ রানের দরকারে চার মেরে নামিবিয়াকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন গ্রিন। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩০ রান করেন গ্রিন। ৮ বলে ১১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন ট্রাম্পেলম্যান। বল হাতেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার ও সিমিলানে ২টি করে উইকেট নেন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দ্বিতীয়বারের মত আইসিসির সহযোগী দেশের কাছে হারল প্রোটিয়ারা। ২০২২ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
এনিয়ে চতুর্থবার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়ন্টিতে জয়ের নজির গড়ল নামিবিয়া। এর আগে শ্রীলংকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে হারিয়েছে নামিবিয়া।
উইন্ডহকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১ রানে আউট হন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক।
তিন নম্বরে নামা রেজা হেনড্রিক্সও সুবিধা করতে পারেননি। ৭ রানে থামেন তিনি। ২৫ রানে ২ উইকেট পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মিডল অর্ডারে বড় কোন জুটি না হওয়ায় ৮২ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।
সপ্তম উইকেটে ৩৫ বলে ৩৭ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার রান ১শ পার করেন জেসন স্মিথ ও বির্জন ফরচুন। ২টি চারে ৩০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে থামেন স্মিথ। শেষ দিকে ফরচুনের অপরাজিত ১৯ ও জেরাল্ড কোয়েৎজির ৬ বলে ১২ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে প্রোটিয়ারা।
নামিবিয়ার হয়ে ২৮ রানে ৩ উইকেট নেন পেসার রুবেন ট্রাম্পেলম্যান।
জবাবে ২৮ রানে ২ উইকেট হারায় নামিবিয়া। পরের দিকের ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ১৭তম ওভারে ১০১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ ৩ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে ৩২ রান দরকার ছিল নামিবিয়ার। এ অবস্থায় ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার জান গ্রিন ও ট্রাম্পেলম্যান। ১৮তম ওভারে ৯ এবং ১৯তম ওভারে ১২ রান তুলেন তারা। এতে শেষ ওভারে ১১ রান প্রয়োজন পড়ে নামিবিয়ার।
দক্ষিণ আফ্রিকার পেসার আন্দিলে সিমিলানের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারেন গ্রিন। পরের চার বল থেকে ৪ রান তুলেন গ্রিন ও ট্রাম্পেলম্যান। শেষ ডেলিভারিতে ১ রানের দরকারে চার মেরে নামিবিয়াকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন গ্রিন। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩০ রান করেন গ্রিন। ৮ বলে ১১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন ট্রাম্পেলম্যান। বল হাতেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার ও সিমিলানে ২টি করে উইকেট নেন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দ্বিতীয়বারের মত আইসিসির সহযোগী দেশের কাছে হারল প্রোটিয়ারা। ২০২২ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স