ATN
শিরোনাম
  •  

গুমের মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে

         
গুমের মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে

গুমের মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা সেনাসদরে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, আইন অনুযায়ী এখন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার কথা। কিন্তু ওই সেনা কর্মকর্তারা গ্রেপ্তার নাকি হেফাজতে, তা প্রসিকিউশনের কাছে স্পষ্ট নয়।

এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

আজ রোববার দুপুরে যুক্তিতর্কের বিরতিতে ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের ভয় ও দানবীয় রাজনৈতিক চরিত্রের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবির অংশ জুলাই হত্যাযজ্ঞ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার করতে কোনো আইনি বাধা নেই। বরং তাদের বিচারের বিষয়টি সংবিধান ধারা সুরক্ষিত। যা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর।

রিপোর্ট : ন্যা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ