ATN
শিরোনাম
  •  

ধ্বংসস্তুপের মাঝেও নতুন জীবনের স্বপ্ন ফিরে পেতে ঘরে ফিরছে গাজাবাসী

         
ধ্বংসস্তুপের মাঝেও নতুন জীবনের স্বপ্ন ফিরে পেতে ঘরে ফিরছে গাজাবাসী

ধ্বংসস্তুপের মাঝেও নতুন জীবনের স্বপ্ন ফিরে পেতে ঘরে ফিরছে গাজাবাসী

দীর্ঘ দুই বছরের যুদ্ধ, ধ্বংস আর অমানবিক জীবনযাপনের অবসান ঘটিয়ে ধ্বংসস্তুপের মাঝেও নতুন জীবনের স্বপ্ন ফিরে পেতে ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সীমান্ত খুলে দিলে দলে দলে মানুষ ফিরছেন নিজেদের জনপদে।

কেউ ফিরছেন শিশুদের হাত ধরে, কেউ আবার শিশু সন্তানকে বুকে জড়িয়ে। সবার গন্তব্য ঘরে ফেরা। শরণার্থী শিবির, ভাঙা তাঁবু আর অভাবের দীর্ঘশ্বাস পেরিয়ে দলে দলে নিজেদের জনপদে ফিরছে গাজা বাসিন্দারা। ভুতুড়ে শহরের মতো চারপাশে ধ্বংসস্তূপে ঠাঁসা হলেও চোখে-মুখে তাদের অদ্ভুত এক প্রশান্তি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অন্তত ৫ লাখের বেশি মানুষ গাজায় ফিরেছেন। উপত্যকায় ফিরেই ধ্বংসস্তুপের মাঝে চলছে পরিবারের সদস্যদের উদ্ধার অভিযান। চলছে ধ্বংস্তুপ সরানোর কাজও। কেউ নিজের ঘরের জায়গা খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে, কেউ আবার ইটের পর ইট তুলে নতুন জীবন গড়ার স্বপ্নে ব্যস্ত। চারদিকে বন্দুকের গুলির শব্দের পরিবর্তে ভাসছে ঘরে ফেরার আনন্দের সুর।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একইসঙ্গে, গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোকে ব্যবহার উপযোগী করতে পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু করছেন গাজার বাসিন্দারা। দরজা, জানালা ঠিক করার পাশাপাশি, পরিষ্কার করা হচ্ছে ধুলাবালি। মসজিদগুলোকে ঘিরে আবারও প্রাণের সঞ্চার হচ্ছে গাজাবাসীর ধর্মীয় ও সামাজিক জীবনে।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ