এবার ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির
গাজায় যুদ্ধবিরতির পর এবার ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার, ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন তিনি। এরপর ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে'। ওই পোস্টে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির 'অসাধারণ' পরিকল্পনার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।
জেলেনস্কি আরও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন, তার পক্ষে অন্যান্য যুদ্ধও থামানো সম্ভব'। এ সময় সমঝোতায় বসতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মনোনিবেশ করায় রুশ আগ্রাসন বন্ধে ইউক্রেনের ওপর থেকে মনযোগ সরে গেছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।
রিপোর্ট : রা. মু/টুবন
শনিবার, ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন তিনি। এরপর ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে'। ওই পোস্টে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির 'অসাধারণ' পরিকল্পনার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।
জেলেনস্কি আরও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন, তার পক্ষে অন্যান্য যুদ্ধও থামানো সম্ভব'। এ সময় সমঝোতায় বসতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মনোনিবেশ করায় রুশ আগ্রাসন বন্ধে ইউক্রেনের ওপর থেকে মনযোগ সরে গেছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।
রিপোর্ট : রা. মু/টুবন