ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপ বাছাইয়ে জিতেছে পর্তুগাল, স্পেন, ইতালি, নরওয়ে

         
বিশ্বকাপ বাছাইয়ে জিতেছে পর্তুগাল, স্পেন, ইতালি, নরওয়ে

বিশ্বকাপ বাছাইয়ে জিতেছে পর্তুগাল, স্পেন, ইতালি, নরওয়ে

শেষ মুহুর্তের গোলে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলো রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। এদিকে জর্জিয়াকে ২-০ গোলে হারায় স্পেন। এস্তোনিয়ার বিপক্ষে ৩-১ গোলে ইতালির জয়ের দিন, হালান্ডের হ্যাটট্রিকে জয় পেয়েছে নরওয়ে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে আয়ারল্যান্ডকে আতিথ্য দেয় রোনালদোর পর্তুগাল। চেনা মাঠে প্রায় ৭০ শতাংশ সময় বল পজেশনে রেখে গোলের জন্য ৩০টি শট নেয় পর্তুগাল, যদিও গোল মুখে মাত্র ছয়টিই শট ছিল । অন্যদিকে পুরোটা সময় রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা আইরিশরা প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে শট নেয় মাত্র দুটি। সেও ছিলো লক্ষ্যহীন।

শত চেষ্টার পরেও কাঙ্খিত গোলের দেখা নেই। জাতীয় দলের হয়ে আগের পাঁচ ম্যাচের প্রতিটিতে গোলের দেখা পাওয়া রোনালদো আয়ারল্যান্ডের বিপক্ষে থাকলেন গোলহীন। অবশেষে অতিরিক্ত সময়ে রুবেনের কল্যাণে জয় পায় পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে এফ গ্রুপে শীর্ষে পর্তুগাল, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হাঙ্গেরী।

এদিকে, ই-গ্রুপে শীর্ষ স্থান অটুট রেখেছে স্পেন। ৩ ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট অর্জন স্প্যানিশদের। জর্জিয়ার বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ের ম্যাচে, ২৪ মিনিটে ইরেমি পিনো দলকে লিড এনে দেন। এবং বিরতির পর ৬৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মিকেল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা তুর্কী ৬-১ গোলে বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছে।

গতবার বাছাইপর্ব থেকে বিদায় নেয়া ইতালির কপালে চিন্তার ভাঁজ। এস্তোনিয়ার বিপক্ষে জয় পেলেও স্বস্তি নেই আজ্জুরিদের শিবিরে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আই- গ্রুপে টেবিলের দ্বিতীয় স্থানে ইতালি।

ইতালির চিন্তার কারণ ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে হালান্ডের নরওয়ে। ইসরায়েলের বিপক্ষে ক্যারিয়ারের ২৭তম হ্যাটট্রিক পূর্ণ করেছেন আর্লিং হালান্ড। ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে দেশের হয়ে ৫০তম গোলের মাইলফলকও স্পর্শ করেছেন হালান্ড।

অসলোর উলেভাল স্টেডিয়ামে, এ যেন ফুটবল ম্যাচ নয়, বরং প্রতিবাদের মঞ্চও বলাই ভালো। কারণ, মাঠ ও মাঠের বাইরে ইসরায়েলের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ প্রতিবাদ জানায়। শিশুদের বাঁচতে দাও’ স্লোগান সম্বলিত ব্যানার ও ‘ফ্রি গাজা’ লেখা টি-শার্ট পরে দর্শকরা উপস্থিত ছিলেন গ্যালারি জুড়ে। অনিচ্ছা সত্বে খেলতে নামা নরওয়ে এ ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানের ঘোষণা দিয়েছে।

রিপোর্ট : কা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ