ATN
শিরোনাম
  •  

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ

         
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু-দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুরাম-সহ বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে এই ঘংঘর্ষের ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সীমান্তে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনাদের ওপর, ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় আফগান সীমান্তরক্ষীরা। এরপরেই দু'দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময় শুরু হয়। আফগান খারিজিদের সীমান্ত পার হয়ে পাকিস্তানে পাঠাতে তারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

এদিকে, দির, চিত্রাল, বারামচা ও বেশ কয়েকটি পয়েন্টেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে আফগানিস্তানের কুরাম ও জান্দোসার সীমান্তের চৌকিগুলো ধ্বংস করে দেয় পাকিস্তান সেনারা। এময় ঘটনাস্থলে বেশ কয়েকজন জঙ্গি ও আফগান সেনা সদস্যের নিহতের দাবি করেছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে হামলা বন্ধে ইসলামাবাদের প্রতি আহ্বান জানায়, আফগান সেনারা।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ