চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন শরিফ নামে এক যুবক। সংঘর্ষে পণ্ড হয়ে গেছে কনসার্ট, ভাংচুর করা হয় জানালার গ্লাস ও চেয়ার।
আজ শনিবার (১১ অক্টোবর) রাত আটটা ২০ মিনিটের দিকে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জিইসি মোড় এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, হোন্ডার ব্রান্ডের ফান অ্যান্ড রক ফেস্ট উপলক্ষে ওই কনভেনশন সেন্টারে আর্টসেলের গান গাওয়ার কথা ছিল। সন্ধ্যার পর থেকেই কনভেনশন সেন্টার পূর্ণ হয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কসার্টের ঘটনায় গুলিবিদ্ধ শরিফকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে থাকা খুলশী থানার একজন উপ-পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অন্তত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।
এই বিষয়ে কথা বলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলামকে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
আজ শনিবার (১১ অক্টোবর) রাত আটটা ২০ মিনিটের দিকে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জিইসি মোড় এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, হোন্ডার ব্রান্ডের ফান অ্যান্ড রক ফেস্ট উপলক্ষে ওই কনভেনশন সেন্টারে আর্টসেলের গান গাওয়ার কথা ছিল। সন্ধ্যার পর থেকেই কনভেনশন সেন্টার পূর্ণ হয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কসার্টের ঘটনায় গুলিবিদ্ধ শরিফকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে থাকা খুলশী থানার একজন উপ-পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অন্তত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।
এই বিষয়ে কথা বলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলামকে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স