ATN
শিরোনাম
  •  

চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

         
চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চালানো হচ্ছে। দেশ এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে, তা এখন চালিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনারা কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না।

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহ’র স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ গত একবছর আগে একটি দানবীয় সরকারকে দেশ থেকে তাড়িয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ।

তিনি আরও বলেন, তিনি ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের নানা ক্ষেত্রে বাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সাথে বিএনপির কোনো বিরোধ নেই। বরং বিএনপিই এসব সংসস্কারের ধারক বাহক।

বিএনপি মহাসচি বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত আমাদের সাথে সব সময় শত্রুতা করে আসছে। ভারতের সীমান্ত রক্ষীরা নির্বিচারে গুলি করে আমাদের দেশের মানুষকে হত্যা করে যা পৃথিবীর সভ্য কোনো দেশ করে না। তারা ফারাক্কার পানি ছেড়ে দিয়ে দেশের মানুষের জানমালের ক্ষতি করে।

তিনি আরও বলেন, ভারত সবসময় চেষ্টা করেছে, যে বাংলাদেশের মানুষকে কীভাবে বিপদে ফেলা যায়। আমাদের নির্বাচনগুলোতেও অতীতে হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।

এসময় কোনো কোনো উপদেষ্টা কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরন করছে—এমন অভিযোগ আসছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এসব অভিযোগ শুনতে চায়না। এছাড়া, বিএনপির একমাত্র দাবি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ