বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৪৭ বছর ধরে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। তারা (এনসিপি) বলছে শাপলা না থাকলে ধানের শীষ থাকবে না। কিন্তু ধানের শীষ আপনাদের জন্মের আগে বিএনপির প্রতীক। সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন।’
তিনি বলেন, ‘আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা সময় এবং ঐক্যবদ্ধ থাকার গণতন্ত্রে যে স্পিড তা নষ্ট করছেন। আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এর সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারী লুটেরা।’
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, বিতর্ক হবে কিন্তু একটা বিষয়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ব্যর্থ করার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে।’
তিনি বলেন, ‘কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। শেখ হাসিনা তার পথের কাঁটা নিশ্চিহ্ন করতে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দয়ের করে ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্ট যিনি পালিয়ে গিয়েছিলেন, তাকে ফেরাতে নানা রকম সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। মাটিতে যে রকম সুড়ঙ্গ করা হয়, সেভাবে অনেক সুড়ঙ্গ তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে যিনি পালিয়ে গেছেন, তাকে দেশে আনা যায়। এ ছাড়া, দেশের অভ্যন্তরেও নানা ষড়যন্ত্র করা হচ্ছে, এ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ সময় সন্ত্রাস দমন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালাকানুন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।
অনুষ্ঠানে মহানগরের বেশ কয়েকজন তরুণ, তরুণী ও ব্যক্তি সদস্য ফরম সংগ্রহ করে বিএনপিতে যোগদান করেন। এছাড়া মহানগরের ৮টি থানা বিএনপির সভাপতির কাছে দলীয় ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন সহযোগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগদান করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
তিনি বলেন, ‘আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা সময় এবং ঐক্যবদ্ধ থাকার গণতন্ত্রে যে স্পিড তা নষ্ট করছেন। আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এর সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারী লুটেরা।’
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, বিতর্ক হবে কিন্তু একটা বিষয়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ব্যর্থ করার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে।’
তিনি বলেন, ‘কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। শেখ হাসিনা তার পথের কাঁটা নিশ্চিহ্ন করতে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দয়ের করে ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্ট যিনি পালিয়ে গিয়েছিলেন, তাকে ফেরাতে নানা রকম সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। মাটিতে যে রকম সুড়ঙ্গ করা হয়, সেভাবে অনেক সুড়ঙ্গ তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে যিনি পালিয়ে গেছেন, তাকে দেশে আনা যায়। এ ছাড়া, দেশের অভ্যন্তরেও নানা ষড়যন্ত্র করা হচ্ছে, এ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ সময় সন্ত্রাস দমন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালাকানুন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।
অনুষ্ঠানে মহানগরের বেশ কয়েকজন তরুণ, তরুণী ও ব্যক্তি সদস্য ফরম সংগ্রহ করে বিএনপিতে যোগদান করেন। এছাড়া মহানগরের ৮টি থানা বিএনপির সভাপতির কাছে দলীয় ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন সহযোগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগদান করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স