ATN
শিরোনাম
  •  

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নাই : আইন উপদেষ্টা

         
উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নাই : আইন উপদেষ্টা

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নাই : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। তবে আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে জাতি হিসেবে সেফ এক্সিট প্রয়োজন। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে পরামর্শ সভায় আইন উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দু'জনই কার্যকর মানবাধিকার কমিশন গড়ে তোলার তাগিদ দেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে এক বছরের বেশি সময় ধরে অকার্যকর রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ অবস্থায় পুরানো মানবাধিকার কমিশন আইন বাতিল করে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দলীয় কর্মীদের দিয়ে মানবাধিকার কমিশন গঠন করা হয়। মানবাধিকার রক্ষার পরিবর্তে সেই কমিশন মানুষকে অধিকারহীন করে দেয়ার ব্যাপারে তৎপর ছিল। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের মানবাধিকার কমিশন ছিল সবচেয়ে অকার্যকর।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, দেশে সত্যিকার প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অসীম সীমাবদ্ধতা রয়েছে। মানবাধিকার কমিশন আইনের মাধ্যমে একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব না হলে ভবিষ্যতে যে কেউ যে কোনো সময় মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে।

গত ৫৫ বছর দেশের মানুষ দু:শাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুটসহ বিভিন্ন অপকর্ম প্রত্যক্ষ করেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, ভয়াবহ-অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে উত্তরণ প্রয়োজন।

রিপোর্ট : আ. জা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ