গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাস করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, রাজনৈতিক দলগুলোর রেশারেশির কারণে জুলাই সনদ স্বাক্ষরে প্রতিবন্ধকতা তৈরি হলে, গণতান্ত্রিক প্রক্রিয়া ঝুঁকির মধ্যে পড়বে।
আজ শনিবার সকালে রাজধানীর এফডিসিতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক ছায়া সংসদ আয়োজনে তিনি এই মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার আরো বলেন, নির্বাচন প্রক্রিয়া ও রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, আর এজন্য দীর্ঘমেয়াদী কিছু প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে তৈরি করা কাঠামো এখনও বিদ্যমান। আর তা পরিবর্তনে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আর এজন্য গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করতে হবে।
এ সময় ছায়া সংসদের স্পীকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিভেদের রাজনীতি পরিহার করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ফ্যসিস্ট বিরোধী প্রতিটি দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রিপোর্ট : আ. ই. মি/টুবন
আজ শনিবার সকালে রাজধানীর এফডিসিতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক ছায়া সংসদ আয়োজনে তিনি এই মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার আরো বলেন, নির্বাচন প্রক্রিয়া ও রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, আর এজন্য দীর্ঘমেয়াদী কিছু প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে তৈরি করা কাঠামো এখনও বিদ্যমান। আর তা পরিবর্তনে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আর এজন্য গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করতে হবে।
এ সময় ছায়া সংসদের স্পীকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিভেদের রাজনীতি পরিহার করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ফ্যসিস্ট বিরোধী প্রতিটি দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রিপোর্ট : আ. ই. মি/টুবন
