
বিশ্বকাপে এক পা ফ্রান্সের, জার্মান ঝড়ে উড়ে গেল লুক্সেমবার্গ
২০২৬ ফিফা বিশ্ব কাপের মূল পর্ব থেকে মাত্র এক ধাপ দূরে ফ্রান্স। ইউরোপীয় বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়ে, টানা তৃতীয় জয়ে শীর্ষে উঠেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।
শুক্রবার রাতে প্যারিসে পুরো ম্যাচই ছিল ফ্রান্সের দাপট। তবে প্রথম গোলটি এসেছে অনেক অপেক্ষার পর। প্রথমার্ধের যোগ করা সময়ে একক নৈপুণ্যে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ফরাসি আক্রমণ আরও তীব্র হয়। ৬৯ মিনিটে এমবাপ্পের ক্রসে ব্যবধান বাড়ান আদ্রিয়াঁ রাবিও। ম্যাচের শেষদিকে ৩-০ করেন বদলি নামা ফ্লোরিয়ান থাউবিন। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষেই থাকল ফ্রান্স।
পরের ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
একই রাতে ‘এ’ গ্রুপে ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জার্মানি। ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটে বাঁকানো ফ্রি কিকে দলকে এগিয়ে নেন ডেভিড রাউম। খানিক পর একসঙ্গে জোড়া ধাক্কা খায় সফরকারীরা। ডি-বক্সে ‘ইচ্ছাকৃত’ হ্যান্ডবল করায় লাল কার্ড দেখেন ডিফেন্ডার কার্লসেন- সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জসুয়া কিমিখ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লুক্সেমবার্গের জালে দুবার বল পাঠিয়ে বড় জয়ের পথে ছুটতে থাকে জার্মানি। ৪৮ মিনিটে কোনাকুটি শটে তৃতীয় গোলটি করেন সের্হে নাব্রি। এক মিনিটের পর নিজেরে দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন ডিফেন্ডার জশুয়া কিমিখ। এরপর প্রায় ৮৫ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি জার্মানি।
এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। এরপরও অবশ্য স্বস্তিতে নেই সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই রাতে এ - গ্রুপের আরেক ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে প্রথম দুই রাউন্ডে জেতা স্লোভাকিয়া। ফলে এই তিন দলেরই পয়েন্ট এখন সমান ৬।
রিপোর্ট : ই. / সা.সি
শুক্রবার রাতে প্যারিসে পুরো ম্যাচই ছিল ফ্রান্সের দাপট। তবে প্রথম গোলটি এসেছে অনেক অপেক্ষার পর। প্রথমার্ধের যোগ করা সময়ে একক নৈপুণ্যে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ফরাসি আক্রমণ আরও তীব্র হয়। ৬৯ মিনিটে এমবাপ্পের ক্রসে ব্যবধান বাড়ান আদ্রিয়াঁ রাবিও। ম্যাচের শেষদিকে ৩-০ করেন বদলি নামা ফ্লোরিয়ান থাউবিন। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষেই থাকল ফ্রান্স।
পরের ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
একই রাতে ‘এ’ গ্রুপে ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জার্মানি। ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটে বাঁকানো ফ্রি কিকে দলকে এগিয়ে নেন ডেভিড রাউম। খানিক পর একসঙ্গে জোড়া ধাক্কা খায় সফরকারীরা। ডি-বক্সে ‘ইচ্ছাকৃত’ হ্যান্ডবল করায় লাল কার্ড দেখেন ডিফেন্ডার কার্লসেন- সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জসুয়া কিমিখ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লুক্সেমবার্গের জালে দুবার বল পাঠিয়ে বড় জয়ের পথে ছুটতে থাকে জার্মানি। ৪৮ মিনিটে কোনাকুটি শটে তৃতীয় গোলটি করেন সের্হে নাব্রি। এক মিনিটের পর নিজেরে দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন ডিফেন্ডার জশুয়া কিমিখ। এরপর প্রায় ৮৫ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি জার্মানি।
এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। এরপরও অবশ্য স্বস্তিতে নেই সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই রাতে এ - গ্রুপের আরেক ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে প্রথম দুই রাউন্ডে জেতা স্লোভাকিয়া। ফলে এই তিন দলেরই পয়েন্ট এখন সমান ৬।
রিপোর্ট : ই. / সা.সি