ATN
শিরোনাম
  •  

ছায়ানটের শরৎ উৎসবে ভোরের অরুণ রঙ

         
ছায়ানটের শরৎ উৎসবে ভোরের অরুণ রঙ

ছায়ানটের শরৎ উৎসবে ভোরের অরুণ রঙ

সুরের মুর্ছনায় শরতকে বরণ করলো ছায়ানট। রাজধানীর সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় এই শরৎ উৎসবের।

নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ ঋতু শরৎ, বাংলার তৃতীয় ঋতু। শ্রাবণের শেষে প্রকৃতিতে এর উপস্থিতি। ইট পাথরের নগরীতে শরতের মাধুর্য মেলে ধরতে ছায়ানটের এই শরৎ উৎসব সুর, ছন্দ আর আবেগে ভরা এক প্রাণের মিলনমেলা। শরৎ-কে অরুণ আলোর অঞ্জলি নিবেদনে শুরু হয় ভোরের এই আয়োজন।

শাদা-নীল পোশাকে সেজে আগতরা জানালেন শরতের আনন্দ আর উচ্ছ্বাসের কথা। সবার কণ্ঠেই এক সুর এই সংস্কৃতির ধারাবাহিকতা যেন কোনো বাধায় থেমে না যায়।

গান, নৃত্য আর কবিতায় মুখর ছিল সকালটা। ঋতুচক্রের আবর্তণে ছায়ানটের এই আয়োজন যেন শহরে এনে দেয় প্রকৃতি আর সংস্কৃতির নবজাগরণ।

রিপোর্ট : শে. আ. / সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ