ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করে গড়ে তুলতে
ডাকসু, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে
বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে উদ্বোধন হয় এই পরিচ্ছন্নতা অভিযানের।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বলেন, ময়লার মূল কারণ অবৈধ স্থাপনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েটের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে সেখানে ফুলের গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে এ বছর বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। দ্বিগুণ পরিমাণ মশানাশক ওষুধ প্রয়োগসহ বড় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অনুষ্ঠানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি। বক্তব্য শেষে উপাচার্য চত্বর থেকে র্যালি শুরু হয়ে রাজু ভাস্কর্যে শেষ হয়।
রিপোর্ট : তৌ. হা/টুবন
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে উদ্বোধন হয় এই পরিচ্ছন্নতা অভিযানের।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বলেন, ময়লার মূল কারণ অবৈধ স্থাপনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েটের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে সেখানে ফুলের গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে এ বছর বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। দ্বিগুণ পরিমাণ মশানাশক ওষুধ প্রয়োগসহ বড় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অনুষ্ঠানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি। বক্তব্য শেষে উপাচার্য চত্বর থেকে র্যালি শুরু হয়ে রাজু ভাস্কর্যে শেষ হয়।
রিপোর্ট : তৌ. হা/টুবন