ATN
শিরোনাম
  •  

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম ঢাকায় ফিরলেন

         
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম ঢাকায় ফিরলেন

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম ঢাকায় ফিরলেন

অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে দেশের মাটিতে পা রাখেন তিনি। ফ্রি প্যালেস্টাইন-অভিযানে গিয়ে ইসরাইল কর্তৃপক্ষের হাতে বন্দী হয়েছিলেন তিনি।

শুক্রবার ইসরায়েল থেকে মুক্তির পর এ মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী তুরস্ক পৌঁছান স্থানীয় সময় বিকেলে এবং সন্ধ্যায় ঢাকাগামী ফ্লাইটে ওঠেন।

দেশে ফিরে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, 'ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি'। এসময় তিনি তুরস্ক ও বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরআগে, গত ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে আটক করে ইসরাইল।

বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মী জাহাজটিতে ছিলেন। ফেসবুকে তার পেজটি থেকে একটি ভিডিও বার্তায় তিনি জানান, এই ভিডিও পাওয়া মানে তারা ইসরাইল বাহিনীর হাতে বন্দী হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলম আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসকে তার মুক্তির জন্য কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলো সরকার।

রিপোর্ট : আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ