ATN
শিরোনাম
  •  

যুদ্ধবিরতি কার্যকর, দলে দলে নিজ এলাকায় ফিরছে গাজার মানুষ

         
যুদ্ধবিরতি কার্যকর, দলে দলে নিজ এলাকায় ফিরছে গাজার মানুষ

যুদ্ধবিরতি কার্যকর, দলে দলে নিজ এলাকায় ফিরছে গাজার মানুষ

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর দলে দলে নিজেদের এলাকায় ফিরছে গাজার মানুষ। শুক্রবার বিকেলের দিকে ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে যায়।

দখলদার ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর শুক্রবার গাজা সিটিতে পড়ে থাকা ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। সেগুলোর কয়েকটি বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে আল-শিফা হাসপাতালে পাঠানো হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকরের পর উপকূলবর্তী সড়কগুলোতে নামে মানুষের ঢল। গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষ আল-রশিদ সড়কে রাতভর অপেক্ষা করার পর সেনা প্রত্যাহারের খবর পেয়ে বাড়ির দিকে অগ্রসর হন।

তবে সীমান্তবর্তী বাফার জোন, রাফা, খান ইউনিস, বেঈত হানুন ও ফিলাডেলফি করিডর গাজার ৫৩ শতাংশ এলাকা এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ।

এদিকে হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া ভিডিও বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছেন। এখন থেকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনে দেশি-বিদেশি সংস্থা ও রাজনৈতিক শক্তির সঙ্গে একযোগে কাজ করবে হামাস।

রিপোর্ট : আ. সা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ