সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ কোন ম্যাচে কী করবে, আগে থেকে বলাই যায় না। তবে ওয়ানডেতে জয়ের চেয়ে পরাজয়ের পাল্লাটা ইদানিং ভারী থাকছে। কারণটা অনুমেয়, পারফরম্যান্সে ধারবাহিকতা নেই। দুবাইয়ে সদ্যসমাপ্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছেতাই অবস্থা। যদিও ওয়ানডে সিরিজে নামার আগে আফগানিস্তানকেই দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে করেছে হোয়াইটওয়াশ।
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু। ১৬৯টি ডট বল খেলে প্রথম ওয়ানডেতে আফগানদের সামনে মাত্র ২২২ রানের লক্ষ্য দিতে পেরেছিলেন মিরাজ-হৃদয়রা। টাইগাররা এ ম্যাচে পেয়েছিল মাত্র একটি বড় জুটি। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাওহীদ হৃদয় চতুর্থ উইকেটে গড়েন ১০১ রানের জুটি। তারপর রশিদ খানের গুগলিতে সব শেষ।
মামুলি এই টার্গেট আফগানিস্তান শত রানের জুটি ছাড়াই পেরিয়েছে সহজেই। রহমতউল্লাহ গুরবাজ ও রহমত শাহ করেন ফিফটি। পরে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ঠান্ডা মাথায় জয় তুলে নেয় আফগানরা।
মাঠের খেলা পাশে রেখে পরিসংখ্যানে চোখ রাখলে এখনো একটু ভালো লাগতে পারে মিরাজদের। ওয়ানডে ফরম্যাটে মোট ২০ বারের দেখায় এখনো ১১-৯-এ এগিয়ে রয়েছে বাংলাদেশ।
কঠিন সমীকরণের সামনে ওয়ানডে র্যাংকিয়ের ১০ নম্বরে থাকা বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে সেরা আটে থাকতে প্রতিটি ম্যাচেই জয়ের জন্য ঝাঁপানো উচিত মিরাজদের।
রিপোর্ট : কা. / সা. সি
বাংলাদেশ কোন ম্যাচে কী করবে, আগে থেকে বলাই যায় না। তবে ওয়ানডেতে জয়ের চেয়ে পরাজয়ের পাল্লাটা ইদানিং ভারী থাকছে। কারণটা অনুমেয়, পারফরম্যান্সে ধারবাহিকতা নেই। দুবাইয়ে সদ্যসমাপ্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছেতাই অবস্থা। যদিও ওয়ানডে সিরিজে নামার আগে আফগানিস্তানকেই দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে করেছে হোয়াইটওয়াশ।
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু। ১৬৯টি ডট বল খেলে প্রথম ওয়ানডেতে আফগানদের সামনে মাত্র ২২২ রানের লক্ষ্য দিতে পেরেছিলেন মিরাজ-হৃদয়রা। টাইগাররা এ ম্যাচে পেয়েছিল মাত্র একটি বড় জুটি। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাওহীদ হৃদয় চতুর্থ উইকেটে গড়েন ১০১ রানের জুটি। তারপর রশিদ খানের গুগলিতে সব শেষ।
মামুলি এই টার্গেট আফগানিস্তান শত রানের জুটি ছাড়াই পেরিয়েছে সহজেই। রহমতউল্লাহ গুরবাজ ও রহমত শাহ করেন ফিফটি। পরে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ঠান্ডা মাথায় জয় তুলে নেয় আফগানরা।
মাঠের খেলা পাশে রেখে পরিসংখ্যানে চোখ রাখলে এখনো একটু ভালো লাগতে পারে মিরাজদের। ওয়ানডে ফরম্যাটে মোট ২০ বারের দেখায় এখনো ১১-৯-এ এগিয়ে রয়েছে বাংলাদেশ।
কঠিন সমীকরণের সামনে ওয়ানডে র্যাংকিয়ের ১০ নম্বরে থাকা বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে সেরা আটে থাকতে প্রতিটি ম্যাচেই জয়ের জন্য ঝাঁপানো উচিত মিরাজদের।
রিপোর্ট : কা. / সা. সি