ATN
শিরোনাম
  •  

উপহাসে বাড়ছে মানসিক রোগীর কষ্ট

         
উপহাসে বাড়ছে মানসিক রোগীর কষ্ট

উপহাসে বাড়ছে মানসিক রোগীর কষ্ট

পাবনার মানসিক হাসপাতাল যেন এক দর্শনীয় স্থান অনেকে পরিবারের লোকজন নিয়ে ঘুরতে যান, অনেকে বন্ধুদের নিয়ে পাগল দেখতে যান। আইনত প্রবেশ নিষেধ, তবে চাইলে নিরাপত্তা প্রহরীরাই খুলে দেবে দরোজা। মানবাধিকার কর্মীদের প্রশ্ন, রোগীদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে কে?

জানা অজানা নানা কারণে মন ও আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রোগীরা। অথচ তাদের অসুস্থতাকেই দিনের পর দিন বিনোদন হিসেবে উপভোগ করে চলেছেন তথাকথিত সুস্থ স্বাভাবিক মানুষেরা। সুরক্ষিত হাসপাতাল, অথচ নিয়ম ভেঙে প্রতিদিন হাসপাতালে ঢুকছে প্রচুর মানুষ। তাদের অমানবিক আচরণ রোগীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর।

প্রচলিত মানসিক স্বাস্থ্য আইনে মানসিক রোগীদের চিকিৎসা ও অবহেলা সংক্রান্ত অভিযোগ প্রতিকারের দায়িত্ব দেয়া হয়েছে জেলা মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটিকে। অথচ কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জনই জানেন না এর অস্তিত্বের কথা।

পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বহিরাগতদের উপহাস মানসিক রোগীদের উত্তেজনা বাড়িয়ে দেয়, অন্যদের আনন্দিত হতে দেখে বাড়ে তাদের বিষন্নতা, স্নায়বিক চাপে বেড়ে যায় অসুস্থতা। রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন।

রিপোর্ট : চ. পা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ