ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চালক বাচ্চু হত্যার পর অটোরিকশা ছিনতাই ঘটনায় জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে ডিবি দক্ষিণ। এ সময় ছিনতাইকৃত অটোর চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—হৃদয় (২১), মাহামুদুল ইসলাম হাসান (৩০), সাহেদ (১৭) ও নুরুল ইসলাম (৩৮)।
ওসি সাইদুল ইসলাম বলেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজ ছায়া সিটি এলাকার পাশের কাশবন থেকে বাচ্চু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত ও অভিযান শুরু করে।
তিনি আরও জানান, ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাচ্চু মিয়া নামের এক অটোরিকশা চালককে ভাড়া করে নিয়ে যায় আসামিরা। এরপর নির্জন স্থানে কাশবনে নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটো ছিনতাই করা হয়। পরে অটোর ব্যাটারিগুলো খুলে ২৩ হাজার ২০০ টাকায় বিক্রি করে তারা। ঘটনার পর জেলা ডিবির একটি চৌকস দল গত ৯ অক্টোবর রাতে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানান, গত ৬ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে তারা অটোচালক বাচ্চু মিয়াকে ভাড়া করে রোহিতপুর এলাকায় নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে বাচ্চু মিয়াকে হত্যা করে তার অটো ছিনতাই করে। এরপর অটোর ব্যাটারিগুলো খুলে ২৩,২০০ টাকায় বিক্রি করে দেয় এবং টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত অটোর চারটি ব্যাটারি উদ্ধার করে ডিবি (দক্ষিণ)।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা ও ছিনতাইসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—হৃদয় (২১), মাহামুদুল ইসলাম হাসান (৩০), সাহেদ (১৭) ও নুরুল ইসলাম (৩৮)।
ওসি সাইদুল ইসলাম বলেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজ ছায়া সিটি এলাকার পাশের কাশবন থেকে বাচ্চু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত ও অভিযান শুরু করে।
তিনি আরও জানান, ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাচ্চু মিয়া নামের এক অটোরিকশা চালককে ভাড়া করে নিয়ে যায় আসামিরা। এরপর নির্জন স্থানে কাশবনে নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটো ছিনতাই করা হয়। পরে অটোর ব্যাটারিগুলো খুলে ২৩ হাজার ২০০ টাকায় বিক্রি করে তারা। ঘটনার পর জেলা ডিবির একটি চৌকস দল গত ৯ অক্টোবর রাতে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানান, গত ৬ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে তারা অটোচালক বাচ্চু মিয়াকে ভাড়া করে রোহিতপুর এলাকায় নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে বাচ্চু মিয়াকে হত্যা করে তার অটো ছিনতাই করে। এরপর অটোর ব্যাটারিগুলো খুলে ২৩,২০০ টাকায় বিক্রি করে দেয় এবং টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত অটোর চারটি ব্যাটারি উদ্ধার করে ডিবি (দক্ষিণ)।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা ও ছিনতাইসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স