ATN
শিরোনাম
  •  

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

         
আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে ঢাকার সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডে বোধিজ্ঞান ভাবনা (বৌদ্ধ বিহার) কেন্দ্রে কেঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি বর্তমানে উন্নতি হয়েছে, যা ঢাকার এক সাংবাদিকও স্বীকার করেছেন।

উপদেষ্টাদের নিরাপদে প্রস্থান প্রসঙ্গে তিনি বলেন, অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু প্রশ্ন তো আর থামানো যায় না।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়কের সভাপতি রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এইএস এর এমডি শুভাশীষ চাকমা, আশুলিয়ার আলিফ গার্মেন্টসের চেয়ারম্যান আকতার হোসেন রানা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অবসরপ্রাপ্ত লে. কর্নেল দিদারুর আলম, বি.আর.জে. মোঃ তানভীর ইকবাল, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভুষণ বড়ুয়া এবং ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোড প্রমুখ।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ