ATN
শিরোনাম
  •  

১১ বছর পর বিগ ব্যাশে খেলবেন স্টার্ক

         
১১ বছর পর বিগ ব্যাশে খেলবেন স্টার্ক

১১ বছর পর বিগ ব্যাশে খেলবেন স্টার্ক

দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট বিগ ব্যাশে খেলবেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের ১৫তম আসরে সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামবেন স্টার্ক। তবে তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ শেষে শারীরিকভাবে পুরোপুরিভাবে ফিট থাকলেই বিগ ব্যাশে দেখা যাবে তাকে।

২০১১-১২ মৌসুমে বিগ ব্যাশের প্রথম মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচ খেলেন স্টার্ক। ঐ আসরের ফাইানালে সিডনির শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। ফাইনালে ২ উইকেটসহ টুর্নামেন্টে মোট ১৩ উইকেট শিকার করেন স্টার্ক। একই বছরই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় তার।

জাতীয় দলে খেলা প্রাধান্য দিতে গিয়ে বিশ ব্যাশে অনিয়মিত হয়ে পড়েন স্টার্ক। বিগ ব্যাশের পরের তিন আসরে মাত্র ৪টি ম্যাচ খেলেন তিনি। বিগ ব্যাশের ১৫তম আসর দিয়ে মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন স্টার্ক। তবে সবকিছুই অ্যাশেজ সিরিজের উপর নির্ভর করছে।

৩৫ বছর বয়সী স্টার্ক বলেন, ‘অ্যাশেজের পঞ্চম টেস্ট ও আইপিএলের আগে ক্রিকেটে আমার কোন ম্যাচ নেই। তাই বিগ ব্যাশে খেলার দারুণ সুযোগ আছে আমার। গত ১৫ মৌসুম ধরে আমি সিক্সার্সের ছোট একটি অংশ হয়ে আছি। তাই আবারও খেলোয়াড় হিসেবে ফিরে আসতে পারা হবে দারুণ ব্যাপার।’

বিগ ব্যাশ খেলার সুযোগ পরিকল্পনায় থাকলেও অ্যাশেজের দিকে বেশি ফোকস দিতে চান স্টার্ক। তিনি বলেন, ‘অবশ্যই আমার মূল নজর থাকবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। এরপর যদি শারীরিকভাবে সব ঠিক থাকে, তাহলেই বিগ ব্যাশে খেলব।’

আগামী ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অ্যাশেজ সিরিজ। এই সিরিজ শেষ হবে ৮ জানুয়ারি। এর মাঝে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ। তাই অ্যাশেজ শেষে ১১, ১৬ ও ১৮ জানুয়ারি সিক্সার্সের হয়ে লিগ পর্বে খেলতে পারবেন স্টার্ক। এছাড়া সিক্সার্স যদি কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় তাহলে আরও বেশি ম্যার খেলার সুযোগ হবে এই বাঁ-হাতি পেসারের।

কোয়ালিফায়ার শুরু হবে ২০ জানুয়ারি। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ