ATN
শিরোনাম
  •  

সিরিজে সমতা ফেরাতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

         
সিরিজে সমতা ফেরাতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

সিরিজে সমতা ফেরাতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সাথে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা।

হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোন কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

মেহেদী হাসান মিরা বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে। আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ