ATN
শিরোনাম
  •  

যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েল

         
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েল

হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। প্রথম পর্যায়ের এই চুক্তির মাধ্যমে গাজা যুদ্ধ সম্পূর্ণভাবে শেষের নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন হামাস নেতা খলিল আল হায়া। এদিকে, সোমবার বা মঙ্গলবার থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পেতে যাচ্ছেন। অন্যদিকে, গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র।

হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর ফলে ২৪ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি স্থগিত করার এবং ৭২ ঘন্টার মধ্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার পথ সুগম হলো।

নেতানিয়াহু একে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানান তিনি। আগামী সোমবার বা মঙ্গলবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিনিময়ে চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলের কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। গাজার কিছু অংশ থেকে সরে যেতে শুরু করবে ইসরায়েলি সেনারা।

প্রথম পর্যায়ের এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে গাজা যুদ্ধ সম্পূর্ণভাবে শেষের নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন হামাস নেতা খলিল আল হায়া। তিনি জানান: নারী ও শিশুসহ প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি মিশরের সাথে সীমান্ত খুলে দিয়ে গাজায় ত্রাণবাহী শত শত ট্রাক প্রবেশে সহায়তা করবে নেতানিয়াহুর সেনাবাহিনী।

এদিকে, জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বলেছেন: অনুমোদন পেলে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ওষুধ, সাহায্য এবং অন্যান্য সরবরাহ প্রস্তুত রাখবেন তারা। এ জন্য ইসরায়েলি কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতি চলাকালীন গাজায় পুলিশিং কার্যক্রম এবং মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস জানিয়েছেন: রাফাহ সীমান্ত ক্রসিংয়ে একটি ইইউ মানবিক সহায়তা দল প্রস্তুত রয়েছে।

রিপোর্ট : শা. / সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ