ATN
শিরোনাম
  •  

৭ গোলের রোমাঞ্চে বাংলাদেশের হৃদয় ভাঙা হার

         
৭ গোলের রোমাঞ্চে বাংলাদেশের হৃদয় ভাঙা হার

৭ গোলের রোমাঞ্চে বাংলাদেশের হৃদয় ভাঙা হার

হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচ শেষ করলো বাংলাদেশ। আর এই হার, কার্যত শেষ করে দিয়েছে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বের আশা। এমন হারের পেছনে অনেকে কোচের কৌশলকে দোষারোপ করলেও, স্প্যানিশ কোচের মতে দায় শুধু তার নয়, দলেরও আছে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে লেখা হতে পারত বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায়- যেখানে লেখা থাকতো হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি কিক আর শমিত সোমের মাথা থেকে আসা গোলে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের গল্প।

কিন্তু সেটি আর হলো না। রুদ্ধশ্বাস এক লড়াই শেষ হলো অমনোযোগ, এক ভুল সিদ্ধান্তে। হারের শেষে অবশ্য এদিন খানিকটা হতাশই মনে হলো কোচ কাবরেরাকে। অকপটে নিলেন হারের দায়ও।

শুরুর একাদশে হামজা চৌধুরীকে রাখলেও, সাইড বেঞ্চে রেখে দেন শমিত সোমকে। এ ছাড়া জামাল ভুঁইয়া ও যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান আহমেদকেও শুরুতে নামাননি কাবরেরা। হারের পেছেনে তাঁর কৌশল নিয়ে প্রশ্ন উঠলেও, সেটির ভিন্ন ব্যাখ্যা দেন এই স্প্যানিশ কোচ।

গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণের ত্রুটির কারণে হারলেও, হংকং-চায়নার বিপক্ষে বাংলাদেশ হেরেছে রক্ষণের ভুলে। তবে সেটি মানতে নারাজ কাবরেরা।

১৪ অক্টোবর হংকংয়ের মাঠে, ফিরতি ম্যাচ বাংলাদেশের। হারের হতাশা ভুলে সেই ম্যাচের দিকেই চোখ কাবরেরার।

এখনও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বাকি। যে কারণে কাগজে–কলমে বাংলাদেশের সম্ভাবনাও টিকে আছে। কিন্তু আজকের হারে গ্রুপসেরা হওয়ার আশা কার্যত শেষ।

রিপোর্ট : ই. / সা . সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ