ATN
শিরোনাম
  •  

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই

         
সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই

এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

ঘোষণায় বলা হয়, লাসলো ক্রাসনাহোরকাইয়ের অনিবার্য এবং দূরদর্শী কাজের জন্য, যা মহাপ্রলয়ঙ্করী ভয়ের মধ্যেও শিল্পের শক্তিকে আবারও দৃঢ় করে। লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক। তার সাহিত্য কর্ম বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের দ্বারা অনুপ্রাণিত।

তিনি ১৯৫৪ সালে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস সাতানটাঙ্গো প্রকাশিত হয় ১৯৮৫ সালে। এই উপন্যাসে হাঙ্গেরির গ্রামীণ এক পরিত্যক্ত সমবায় খামারে বাস করা একদল দরিদ্র মানুষের কথা বলা হয়েছে। সমাজতন্ত্রের পতনের ঠিক আগমুহূর্তে যারা অনিশ্চয়তা ও নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন। উপন্যাসটি হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করে।

রিপোর্ট : শা. মা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ