ATN
শিরোনাম
  •  

সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মাইলফলক : আসিফ মাহমুদ

         
সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মাইলফলক : আসিফ মাহমুদ

সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মাইলফলক : আসিফ মাহমুদ

গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিচার বিভাগের জন্য মাইলফলক। এই মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশাবাদ জানান, অবিলম্বে তা কার্যকর করা হবে। শেখ হাসিনাসহ জুলাই আন্দোলন চলাকালে তাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন বলেও গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানান, আন্দোলনের অন্যতম এ সমম্বয়ক।

জুলাই গণঅভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন দুই স্কুল ছাত্র আনাস ও জুনায়েদসহ ৬ জন। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ বৃহস্পতিবার দশম দিনে ১৯তম সাক্ষী হিসেবে প্রথম দিনের জবানবন্দি দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও বর্তমানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

তিনি তার জবানবন্দিতে চব্বিশের ৫ জুন থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত, পুরো আন্দোলনের সারসংক্ষেপ তুলে ধরেন। সাক্ষ্যে আসিফ মাহমুদ আন্দোলন চলাকালে তাকে গুম করা, আন্দোলন থামাতে তার ওপর চাপ প্রয়োগ ও শরীরে ইনজেকশন পুশ করে তাকে সংজ্ঞাহীন করার ঘটনার বর্ণনা দেন।

আসিফ মাহমুদ তার সাক্ষ্যে বলেন, জুলাই আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে, তাকে হুমকি দেন তখনকার ডিবি প্রধান হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেখ হাসিনার শাসনামলে গুমের ঘটনার মামলায়, বুধবার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিচার বিভাগের জন্য একটি বিজয় বলে মনে করছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িত পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকার সব রকমের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারে বাধা দেয়ার চেষ্টা হলে, জনগণ আবারো লড়াই করবে।

সাক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জুলাই হত্যাযজ্ঞে জড়িত পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের শাস্তির দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। আগামী বৃহস্পতিবার বাকি জবানবন্দি দেয়া শেষে ওইদিনই তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

রিপোর্ট : জা. আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ