ATN
শিরোনাম
  •  

এডাব এর আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

         
এডাব এর আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

এডাব এর আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আগামীকাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা এডাব এর আয়োজনে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। যার প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য’।

আজ বৃহস্পতিবার গোলটেবিল বৈঠকটি সেগুন বাগিচাস্থ বাগিচা রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) কর্তৃক আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এডাব ঢাকা মহানগর সভাপতি জনাব কাজী বেবী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক এবং উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা।

গোলটেবিল বৈঠকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ৬০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকটি সঞ্চালনা করেন এডাব পরিচালক একেএম জসীম উদ্দিন।

ছবি
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানসিক সমস্যার সম্মুখীন হন। মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদাসীন, সামাজিক ট্যাবু কাজ করে। দেশের ৪ কোটি মানসিক রোগীর বিপরীতে সাইকোলোজিস্ট মাত্র ৪৬৫ জন।

মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সভায় যে সকল সুপারিশ তুলে ধরা হয় তা হলো, মানসিক স্বাস্থ্য আইন ২০১৮-এর সফল বাস্তবায়ন, ইউনিয়ন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, আশ্রয় কেন্দ্র ও পুনর্বাসন ক্যাম্পে মনোসামাজিক সাপোর্ট কর্ণার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি প্রতিষ্ঠানে কাউন্সিলর নিয়োগ, মানসিক স্বাস্থ্যসেবাকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা, মনোসামাজিক সেবার জন্য কমিউনিটি ভিত্তিক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী টীম তৈরী, থেরাপিউটিক থিয়েটার, আর্ট, মিউজিক ও কমিউনিটি কাউন্সিলিংককে অন্তর্ভুক্ত করা, মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সচেতনতা জোরদার করা, নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য চাহিদা আলাদা গুরুত্বে বিবেচনা করা, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এডাব ও সদস্য সংগঠন কর্তৃক যৌথভাবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা ও এডভোকেসি কার্যক্রম পরিচালনা করা।

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডাব এর কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা শামীমা সুলতানা, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এর সদস্য নাসরীন গীতি।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ