হানিয়া আমিরের পর এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ
রাজা মীর। তথ্যটি নিশ্চিত করেছেন পাক তারকা নিজেই। গতকাল বুধবার নিজের
ইন্সটাগ্রাম পোস্টে মীর লিখেছেন, ‘হে বাংলাদেশ। খুশ শিগগিরই দেখা হচ্ছে।’
মীরের বাংলাদেশ সফর ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মাঝে। তবে কবে ও কোথায় দেখা যাবে এই অভিনেতাকে তা এখনও পর্যন্ত জানানো হয়নি।
২০১০ সালে হাম টিভির ‘খামোশিয়ান’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে কর্মজীবন শুরু করেন মীর। কানাডায় ক্যালগারি ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালেখি শুরু করেন। আর ২০১৭ সালের রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এই কাজের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
আহাদ রাজা মীর ‘হাম তুম’, ‘এহদ-ই-ওয়াফা’, ‘মীম সে মহব্বত’ এবং ‘রেসিডেন্ট ইভিল’-এর মতো জনপ্রিয় ড্রামা ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’-এ অভিনয় করেছেন। নেটফ্লিক্সের ‘রেসিডেন্ট ইভিল’র প্রথম সিজনেও দেখা যায় তাকে। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচায়ে হ্যাঁয় সং সামেট লো’তে অভিনয় কথা রয়েছে।
২০২০ সালে অভিনেত্রী সজল আলীকে বিয়ে করেন। তবে বেশি দিন টেকেনি তাদের সংসার। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
মীরের বাংলাদেশ সফর ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মাঝে। তবে কবে ও কোথায় দেখা যাবে এই অভিনেতাকে তা এখনও পর্যন্ত জানানো হয়নি।
২০১০ সালে হাম টিভির ‘খামোশিয়ান’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে কর্মজীবন শুরু করেন মীর। কানাডায় ক্যালগারি ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালেখি শুরু করেন। আর ২০১৭ সালের রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এই কাজের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
আহাদ রাজা মীর ‘হাম তুম’, ‘এহদ-ই-ওয়াফা’, ‘মীম সে মহব্বত’ এবং ‘রেসিডেন্ট ইভিল’-এর মতো জনপ্রিয় ড্রামা ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’-এ অভিনয় করেছেন। নেটফ্লিক্সের ‘রেসিডেন্ট ইভিল’র প্রথম সিজনেও দেখা যায় তাকে। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচায়ে হ্যাঁয় সং সামেট লো’তে অভিনয় কথা রয়েছে।
২০২০ সালে অভিনেত্রী সজল আলীকে বিয়ে করেন। তবে বেশি দিন টেকেনি তাদের সংসার। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস