ATN
শিরোনাম
  •  

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ আগামীকাল

         
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ আগামীকাল

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ আগামীকাল

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে বিশাল জয়ের পর গুয়াহাটিতে ইংল্যান্ডেরও কঠিন পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য হিদার নাইটের অভিজ্ঞ ব্যাটে জয় তুলে নিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। আগামীকাল দ্বিতীয় জয়ের খোঁজে টাইগ্রেসরা দাঁড়াবে কিউইদের সামনে।

এবারের বিশ্বকাপটা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। এখনো জয়হীন সাবেক চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৮৯ রানে। দ্বিতীয় ম্যাচে ৫৫ বল হাতে রেখে তাদের ৬ উইকেটে হারিয়েছে আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক সোফি ডিভাইনই ব্যাট হাতে টানছেন কিউইদের। উল্টোদিকে উপমহাদেশের পরিচিত কন্ডিশনে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে বেশ ভালো করছে বাংলাদেশ।

এ পরিস্থিতিতে বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্ত সংলগ্ন গুয়াহাটির মন্থর উইকেটে কিউইদের বিপক্ষে বাস্তবিকই সুযোগ আছে জ্যোতি-মারুফা-ফাহিমাদের। তিন উইকেট তুলে ইংল্যান্ডকে ভালোই হুমকি দিয়েছিলেন ফাহিমা। লড়াই করে হারের পর হিদার নাইটের বিতর্কিত আউটের প্রসঙ্গ টেনে এই লেগস্পিনার বলেছেন, শুধু ভালো খেলাই নয়, প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নামছেন তারা। আর প্রথম দুটি ম্যাচেই সেই প্রমাণ রেখে তারা বিবৃতি দিয়েছেন, বাংলাদেশকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই।

কলম্বোতে মারুফা আক্তার প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুর বেঁধে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেয়ার পর ক্র্যাম্পের কারণে আর বোলিং করতে পারেননি এই পেসার। তবে সর্বশেষ খবর, ফিট হয়ে উঠেছেন মারুফা। নিউজিল্যান্ড ম্যাচে তাকে নিয়েই নামার আশায় আছে নিগার সুলতানা জ্যোতিরা।

রিপোর্ট : প. কু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ