প্রায় ৫ কোটি টাইফয়েড টিকা মজুদ আছে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরীক্ষিত প্রায় ৫ কোটি টাইফয়েড টিকা মজুদ আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১২ অক্টোবর থেকে মাসব্যাপী সারাদেশে ১৫ বছরের নিচে সব শিশুদের বিনামূল্য ১ ডোজ এই টিকা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েডের টিকা দেয়া হবে।
ডা. সায়েদুর রহমান আরও জানান, অন্যান্য টিকার মতোই টাইফয়েডের টিকায় সামান্য প্রতিক্রিয়া দেখা দেয়, যা এমনিতেই ভালো হয়ে যায়।
যুক্তরাজ্যের গ্লাক্সোস্মিথক্লাইনের সহযোগিতায় ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি এই টিকা পৃথিবীর ১০৯টি দেশে সরবরাহ করা হয়। Vaxepi.gov.bd ওয়েবসাইটে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, অবহেলার কারণে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
রিপোর্ট : কি. সু/টুবন
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১২ অক্টোবর থেকে মাসব্যাপী সারাদেশে ১৫ বছরের নিচে সব শিশুদের বিনামূল্য ১ ডোজ এই টিকা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েডের টিকা দেয়া হবে।
ডা. সায়েদুর রহমান আরও জানান, অন্যান্য টিকার মতোই টাইফয়েডের টিকায় সামান্য প্রতিক্রিয়া দেখা দেয়, যা এমনিতেই ভালো হয়ে যায়।
যুক্তরাজ্যের গ্লাক্সোস্মিথক্লাইনের সহযোগিতায় ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি এই টিকা পৃথিবীর ১০৯টি দেশে সরবরাহ করা হয়। Vaxepi.gov.bd ওয়েবসাইটে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, অবহেলার কারণে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
রিপোর্ট : কি. সু/টুবন