প্রখর রোদে মরুর বুকে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে বিস্ময়কর প্রাণী উট।
বালির সমুদ্র আর প্রখর রোদে মরুর বুকে টিকে আছে বিস্ময়কর প্রাণী উট। যাকে বলা হয় মরুর জাহাজ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ও মরুভূমির বন্ধনে উট এক অনন্য সহচর। দেশটিতে এক স্থান থেকে অন্যস্থানে যেতে মহাসড়কের পাশে বিস্তীর্ণ মরুভূমিতে দেখা মেলে উটের পাল।
প্রখর রোদ, পানির অপ্রতুলতা আর সীমাহীন ধুলার মধ্যে উটের জীবন মানেই অভিযোজনের গল্প। দিনের পর দিন পানি ছাড়া থাকতে পারে উট। শরীরে জমা রাখতে পারে এক ধরনের পানি ও শক্তি। যা তাকে কঠিন পরিবেশে বাঁচিয়ে রাখে। পরিবহনের পাশাপাশি জীবিকা হিসেবেও লালন করা হয় উট। উট মানে সম্পদ ও খাদ্য। এমনকি মর্যাদারও প্রতীক উট।
উটের চোখে থাকে বিশেষ পর্দা যা বালিঝড় থেকে রক্ষা করে। এর লম্বা প্যাডযুক্ত পা বালির ওপর হাঁটতে সাহায্য করে। আর পিঠের কুঁজ- সেখানে জমা থাকে চর্বি। যখন দীর্ঘ সময় খাবার বা পানি পাওয়া যায় না, তখন এই চর্বি রূপান্তরিত হয় শক্তিতে।
উটের দুধ মরু জীবনের অন্যতম পুষ্টির উৎস। যা গরুর দুধের চেয়েও পুষ্টিকর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে উটের দুধ থেকে তৈরি হয় দই, চিজ ও প্রসাধন সামগ্রী। এভাবে উট মরুভূমির অর্থনীতিতে রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান।
বিনোদন ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও উটের রয়েছে আলাদা গুরুত্ব। আরবের উট দৌড় আজ আন্তর্জাতিক আকর্ষণ। এ যেন মরু সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য।
যেখানে জীবন টিকিয়ে রাখা কঠিন, সেখানে উটের দৃঢ়তা মানুষকে শেখায় ধৈর্য, সহনশীলতা আর অভিযোজনের পাঠ। এ কারণেই আজও উট মরুভূমির অমর প্রতীক। অনন্য প্রাণশক্তির গল্প, মরুর জাহাজ।
রিপোর্ট : আ.সা. / সা.সি
বালির সমুদ্র আর প্রখর রোদে মরুর বুকে টিকে আছে বিস্ময়কর প্রাণী উট। যাকে বলা হয় মরুর জাহাজ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ও মরুভূমির বন্ধনে উট এক অনন্য সহচর। দেশটিতে এক স্থান থেকে অন্যস্থানে যেতে মহাসড়কের পাশে বিস্তীর্ণ মরুভূমিতে দেখা মেলে উটের পাল।
প্রখর রোদ, পানির অপ্রতুলতা আর সীমাহীন ধুলার মধ্যে উটের জীবন মানেই অভিযোজনের গল্প। দিনের পর দিন পানি ছাড়া থাকতে পারে উট। শরীরে জমা রাখতে পারে এক ধরনের পানি ও শক্তি। যা তাকে কঠিন পরিবেশে বাঁচিয়ে রাখে। পরিবহনের পাশাপাশি জীবিকা হিসেবেও লালন করা হয় উট। উট মানে সম্পদ ও খাদ্য। এমনকি মর্যাদারও প্রতীক উট।
উটের চোখে থাকে বিশেষ পর্দা যা বালিঝড় থেকে রক্ষা করে। এর লম্বা প্যাডযুক্ত পা বালির ওপর হাঁটতে সাহায্য করে। আর পিঠের কুঁজ- সেখানে জমা থাকে চর্বি। যখন দীর্ঘ সময় খাবার বা পানি পাওয়া যায় না, তখন এই চর্বি রূপান্তরিত হয় শক্তিতে।
উটের দুধ মরু জীবনের অন্যতম পুষ্টির উৎস। যা গরুর দুধের চেয়েও পুষ্টিকর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে উটের দুধ থেকে তৈরি হয় দই, চিজ ও প্রসাধন সামগ্রী। এভাবে উট মরুভূমির অর্থনীতিতে রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান।
বিনোদন ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও উটের রয়েছে আলাদা গুরুত্ব। আরবের উট দৌড় আজ আন্তর্জাতিক আকর্ষণ। এ যেন মরু সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য।
যেখানে জীবন টিকিয়ে রাখা কঠিন, সেখানে উটের দৃঢ়তা মানুষকে শেখায় ধৈর্য, সহনশীলতা আর অভিযোজনের পাঠ। এ কারণেই আজও উট মরুভূমির অমর প্রতীক। অনন্য প্রাণশক্তির গল্প, মরুর জাহাজ।
রিপোর্ট : আ.সা. / সা.সি