ATN
শিরোনাম
  •  

বোরকা পরে মালিবাগে ৫০০ ভরি স্বর্ন চুরি

         
বোরকা পরে মালিবাগে ৫০০ ভরি স্বর্ন চুরি

বোরকা পরে মালিবাগে ৫০০ ভরি স্বর্ন চুরি

রাজধানীর মালিবাগে একটি শপিংমলের জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি হয়েছে। সিসি ক্যামেরায় দেখা যায়, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুররির ঘটনা ঘটিয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাতে মালিবাগের ফরচুন শপিংমলে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।

শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, ‘দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।’

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ