ATN
শিরোনাম
  •  

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আশাবাদী মিরাজ

         
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আশাবাদী মিরাজ

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আশাবাদী মিরাজ

টি-২০ সিরিজ জিতলেও, হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। ম্যাচ হারের পর ব্যাটিং ব্যার্থতা, বড় কোন জুটি না পাওয়ার আক্ষেপ ঝরলো অধিনায়ক মেহেদী মিরাজের কন্ঠে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আশাবাদী মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেল তারা।

আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য দেওয়ার পথে টাইগাররা পেয়েছিল মাত্র একটি বড় জুটি। অন্যদিকে আফগানিস্তানের কোনো জুটি শত রান না ছাড়ালেও পঞ্চাশউর্ধ্ব জুটি ছিল তিনটি। ম্যাচ জেতার জন্য সেটিই ছিল যথেষ্ট। দল কেন হারলো সেই ব্যাক্ষা দিয়েছেন অধিনায়ক মিরাজ।

মিরাজের কন্ঠে যেমন ছিল আফসোস, তেমনি আছে আত্মবিশ্বাস।

পিছিয়ে পড়লেও, সামনে বাকি আরও দুটি ম্যাচ। ২০২৭ বিশ্বকাপের জন্য যেন বাছাইপর্ব খেলতে না হয়, সেজন্য এই সিরিজটা জেতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রিপোর্ট :জে / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ