ATN
শিরোনাম
  •  

গাজা শান্তি পরিকল্পনায় রাজি ইসরায়েল ও হামাস: ট্রাম্প

         
গাজা শান্তি পরিকল্পনায় রাজি ইসরায়েল ও হামাস: ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনায় রাজি ইসরায়েল ও হামাস: ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে একথা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল ও হামাস উভয়েই তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রতিতে সই করেছে। শান্তি চুক্তিতে পৌঁছানো গেলে সেটার ঘোষণা দিতে রোববার মিসরে যাবেন বলেও জানান ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। সে সময় ওই কক্ষে প্রবেশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ট্রাম্পের হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। চিরকুটের লেখা পড়ে ট্রাম্প জানান তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রতিতে সই করেছে ইসরায়েল ও হামাস। শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরায়েলও গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।

এ তথ্য নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। এতে ট্রাম্প লেখেন, তিনি খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছেন যে, ইসরায়েল ও হামাস উভয়েই তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সই করেছে। গাজায় যুদ্ধবিরতির জন্য মিসরে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। চুড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে সেটার ঘোষণা দিতে আগামী রোববার নাগাদ মিসরে যাবেন ট্রাম্প।

ইসরায়েল-হামাস যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্স পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। এতে তিনি জানান চুক্তির বিষয় পরবর্তীতে ঘোষণা করা হবে।

গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন পরিকল্পনার ঘোষণা দেন ট্রাম্প। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন। ৬ অক্টোবর মিসরের শারম আল শেখ- এ ট্রাম্পের প্রস্তাবের ওপর বৈঠক শুরু হয় ইসরায়েল, হামাস, মিসর, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের মধ্যে। সেই বৈঠকে দুই দিনেরও বেশি সময় ধরে আলোচনার পর ট্রাম্পের চুক্তির প্রাথমিক পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই করল ইসরায়েল ও হামাস।

তবে, শান্তি প্রস্তাবের অন্যতম বিষয় ছিল-- বন্দিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজায় মানবিক ত্রাণ প্রবাহে ইসরায়েলি অবরোধ তুলে নেওয়া। এগুলো বাস্তবায়ন হলেই ট্রাম্পের ঘোষণার সার্থকতা মিলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিপোর্ট : আ.সা / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ