ATN
শিরোনাম
  •  

নরসিংদীর পেঁপে যাচ্ছে বিভিন্ন জেলায়

         
নরসিংদীর পেঁপে যাচ্ছে বিভিন্ন জেলায়

নরসিংদীর পেঁপে যাচ্ছে বিভিন্ন জেলায়

খরচ কম, লাভ বেশি। তাই নরসিংদীতে বাড়ছে পেঁপের চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে সেসব পেঁপে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

নরসিংদীর মাটি পেঁপে চাষের উপযোগী, তাই ফলনও ভালো । শাহী, রাচি ও রেড লেডিসহ বিভিন্ন জাতের পেঁপে চাষ হচ্ছে নরসিংদীতে। দাম ভালো তাই অন্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহী এখানকার কৃষকরা। অনেকেই সাথী ফসল হিসেবেও চাষ করছেন।

কৃষকরা জানান, পেঁপে গাছ লাগানোর দুই বছর পর ফলন পাওয়া যায়। নরসিংদী সদর, পলাশ ও শিবপুরসহ জেলার ৬ উপজেলাতেই পেঁপের ব্যাপক চাষ হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সেই পেঁপে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে।

নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আবদুল হাই বলছেন, পেঁপের উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।

রিপোর্ট : চ. পা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ