
এশিয়ান কাপ বাছাইয়: বাচা-মরার ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ
আজ এশিয়ান কাপ বাছাইয়ে বাঁচা-মরার ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হার। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা বাংলাদেশের জন্য হংকং চায়না ম্যাচটা তাই বাঁচা-মরার। হারলেই বাছাইপর্ব থেকে বিদায়, জিতলে টিকে থাকবে মূলপর্বের আশা। হামজা-শমিতদের বাংলাদেশ তাই এবার জিততে মরিয়া ঘরের মাঠে।
আপসসিঙ্গাপুর ম্যাচের শুরুর দিকের দুর্দান্ত বাংলাদেশ খেই হারায় ৩০ মিনিটের পর। এবার সতর্ক লাল-সবুজের দল। অধিনায়ক জামাল মনে করেন হংকং চায়নার বিপক্ষে জিততে হলে পুরো ৯০ মিনিটই ভালো খেলতে হবে বাংলাদেশকে।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা-শমিতরা না থাকলেও, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুজনই যোগ দিয়েছেন দলের সঙ্গে। অনূর্ধ্ব-২৩ দলে ভালো করে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জায়ান আহমেদ। ফাহমিদুল তো আছেনই।
অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন তারেক-তপু, আল আমিন। হংকং চায়না ম্যাচে তাদের পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।যদিও কাবরেরা আশাবাদী।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ ওপরে হংকং চায়না। তাদের সঙ্গে চারবারের দেখায় আছে দুটি করে হার ও ড্র। এর বাইরে ২০১৪ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের লড়াইয়ে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেবার জামালরা হেরেছিলেন ২-১ গোলে।
এদিকে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে 'সি’ গ্রুপে দুইয়ে আছে হংকং চায়না। দলে একাধিক ন্যাচারালাইজড ফুটবলারের কেউ ব্রাজিল বংশোদ্ভূত, কেউ বা ইউরোপের। বাংলাদেশের মাঠ থেকে তিনটি পয়েন্ট নিয়ে যেতে চান হংকংয়ের ইংলিশ হেড কোচ।
(বাংলাদেশ ভালো দল, আমরা তাদের সম্মান করছি, তাদের ঘরের মাঠের সুবিধা থাকবে তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো।)
তারা রিকোভারি করছে, কালকের ম্যাচে তাদের নিয়ে আশাবাদী। আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট।
রিপোর্ট : আ. হা. / সা. সি
ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হার। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা বাংলাদেশের জন্য হংকং চায়না ম্যাচটা তাই বাঁচা-মরার। হারলেই বাছাইপর্ব থেকে বিদায়, জিতলে টিকে থাকবে মূলপর্বের আশা। হামজা-শমিতদের বাংলাদেশ তাই এবার জিততে মরিয়া ঘরের মাঠে।
আপসসিঙ্গাপুর ম্যাচের শুরুর দিকের দুর্দান্ত বাংলাদেশ খেই হারায় ৩০ মিনিটের পর। এবার সতর্ক লাল-সবুজের দল। অধিনায়ক জামাল মনে করেন হংকং চায়নার বিপক্ষে জিততে হলে পুরো ৯০ মিনিটই ভালো খেলতে হবে বাংলাদেশকে।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা-শমিতরা না থাকলেও, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুজনই যোগ দিয়েছেন দলের সঙ্গে। অনূর্ধ্ব-২৩ দলে ভালো করে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জায়ান আহমেদ। ফাহমিদুল তো আছেনই।
অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন তারেক-তপু, আল আমিন। হংকং চায়না ম্যাচে তাদের পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।যদিও কাবরেরা আশাবাদী।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ ওপরে হংকং চায়না। তাদের সঙ্গে চারবারের দেখায় আছে দুটি করে হার ও ড্র। এর বাইরে ২০১৪ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের লড়াইয়ে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেবার জামালরা হেরেছিলেন ২-১ গোলে।
এদিকে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে 'সি’ গ্রুপে দুইয়ে আছে হংকং চায়না। দলে একাধিক ন্যাচারালাইজড ফুটবলারের কেউ ব্রাজিল বংশোদ্ভূত, কেউ বা ইউরোপের। বাংলাদেশের মাঠ থেকে তিনটি পয়েন্ট নিয়ে যেতে চান হংকংয়ের ইংলিশ হেড কোচ।
(বাংলাদেশ ভালো দল, আমরা তাদের সম্মান করছি, তাদের ঘরের মাঠের সুবিধা থাকবে তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো।)
তারা রিকোভারি করছে, কালকের ম্যাচে তাদের নিয়ে আশাবাদী। আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট।
রিপোর্ট : আ. হা. / সা. সি