ATN
শিরোনাম
  •  

জুলাই সনদ বাস্তবায়নে ভিন্নমতও বিবেচনায় নিতে হবে : আলী রীয়াজ

         
জুলাই সনদ বাস্তবায়নে ভিন্নমতও বিবেচনায় নিতে হবে : আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে ভিন্নমতও বিবেচনায় নিতে হবে : আলী রীয়াজ

জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে ত্রয়োদশ সংসদকে ক্ষমতা ও সময় বেধে দেয়ার পক্ষে এক মত দলগুলো।

জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে ত্রয়োদশ সংসদকে ক্ষমতা ও সময় বেধে দেয়ার পক্ষে একমত রাজনৈতিক দলগুলো। দলগুলোর মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ সমন্বয় করে জাতীয় ঐকমত্য কমিশন আগামী দু-এক দিনের মধ্যে সরকারের কাছে সনদ বাস্তবায়নের পরামর্শ জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এদিকে, গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে এখনও নিজ নিজ অবস্থানে অনড় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।

বুধবার দুপুর আড়াইটা থেকে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই শেষ বৈঠক। এদিন মূল আলোচ্য বিষয় ছিলো, জুলাই সদন বাস্তবায়নে গণভোটের কাঠামো এবং গণভোট অনুষ্ঠানের সময়। বৈঠকের ফাকে ব্রিফিঙে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং তার আগে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য মত দিয়েছে তাদের দল।

পরে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বেশিরভাগ দল জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট চায়, তার আগে গণভোট চাওয়া জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়ার প্রয়াস বলে মনে করছে বিএনপি।

বৈঠকের সমাপনী বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বসম্মতভাবে পাঁচটি সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। এর মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় আদেশ জারি, ওই আদেশের মাধ্যমে গণভোট, ঐকমত্য হওয়া বিষয় ও নোট অব ডিসেন্ট যুক্ত বিষয় গুলো নিয়ে গণভোটে আলাদা প্রশ্ন, নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে সময় বেধে দেয়া। আর রাজনৈদিক দলগুলো তাদের আলোচনায় অন্তত একটি বিষয়ে ঐকমতে পৌঁছেছে বলে জানান কমিশনের সহ-সভাপতি।

সেই সঙ্গে আলী রীয়াজ জানান, চলতি মাসের ১৭/১৮ তারিখের মধ্যেই জুলাই সদন স্বাক্ষরের বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে চান তারা। আর সবশেষ এই বৈঠকে রাজনৈতিক দলগুলো মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কমিশন সরকারের কাছে সুপারিশ দেয়ার বিষয়েও একমত হয়েছেন রাজনৈতিক দল ও জোটের নেতারা।

রিপোর্ট : আ. সি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ