ATN
শিরোনাম
  •  

গুমের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুাল, বিচারের মুখোমুখি হাসিনাসহ ৩০ জন

         
গুমের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুাল, বিচারের মুখোমুখি হাসিনাসহ ৩০ জন

গুমের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুাল, বিচারের মুখোমুখি হাসিনাসহ ৩০ জন

আওয়ামীলীগ আমলে টিএফআই ও জেআইসি সেলে গুমের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ২ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরেয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিটর।

আজ বুধবার সকালে ট্রাইবুনালের এই রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়। শেখ হাসিনার নির্দেশেই বিরোধীমতের লোকেদের গুম করা হতো বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে।

এদিন সকালেই ট্রাইবুনালে আসেন গুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইবুনালে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামিদের মধ্যে ২ জন সামরিক কর্মকর্তা ও ২ জন পুলিশের কর্মকর্তা।

গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল জুলাইতে আন্দোলনকারীদের টার্গেট করে, পাখীর মতো গুলি করে হত্যা করেন। তিনি একাই একদিনে ৬০ রাউন্ড গুলি ছোঁড়েন। যাতে হতাহত হয় অনেকেই।

এছাড়া, শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সর্বশেষ সাক্ষীর জেরা চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ তে। আর আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইবুনাল ২ তে। সকালেই আসামিদের ট্রাইবুনালে হাজির করা হয়েছে।

রিপোর্ট : ন্যা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ