ATN
শিরোনাম
  •  

সাদুল্লাপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

         
সাদুল্লাপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

সাদুল্লাপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত এনামুল ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে এনামুল স্থানীয় মাছ ধরার উপকরণ বসিয়ে মাছ ধরতে ধানক্ষেতে যান। এ সময় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমাতে যাওয়ার সময় তার শরীরে বিষক্রিয়া দেখা দেয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে এনামুল মৃত্যু বরণ করেন।

এনামুলের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ