চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র
চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহের মধ্যেই মার্কিন নৌবাহিনীর নতুন স্টেলথ যুদ্ধবিমান নির্মাণ ও নকশার দায়িত্ব কোনো প্রতিরক্ষা কোম্পানিকে দেয়া হবে, তা নির্ধারণ করতে যাচ্ছে পেন্টাগন।
রয়টার্স জানায়, বোয়িং কোম্পানি ও নর্থরপ গ্রুম্যান করপোরেশন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। F/A-XX নামের নতুন এই যুদ্ধবিমানটিতে থাকবে উন্নত স্টেলথ প্রযুক্তি, বেশি পরিসর ও স্থায়িত্ব এবং বিনা চালকে উড্ডয়নযোগ্য ও নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের সক্ষমতা। বিমানটি ১৯৯০-এর দশক থেকে ব্যবহৃত F/A18 E/F সুপার হর্নেট বহরের বিকল্প হবে।
গত শুক্রবার প্রকল্পটি এগিয়ে নিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি পেন্টাগন ও মার্কিন নৌবাহিনী।
রিপোর্ট : রা. মু/টুবন
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহের মধ্যেই মার্কিন নৌবাহিনীর নতুন স্টেলথ যুদ্ধবিমান নির্মাণ ও নকশার দায়িত্ব কোনো প্রতিরক্ষা কোম্পানিকে দেয়া হবে, তা নির্ধারণ করতে যাচ্ছে পেন্টাগন।
রয়টার্স জানায়, বোয়িং কোম্পানি ও নর্থরপ গ্রুম্যান করপোরেশন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। F/A-XX নামের নতুন এই যুদ্ধবিমানটিতে থাকবে উন্নত স্টেলথ প্রযুক্তি, বেশি পরিসর ও স্থায়িত্ব এবং বিনা চালকে উড্ডয়নযোগ্য ও নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের সক্ষমতা। বিমানটি ১৯৯০-এর দশক থেকে ব্যবহৃত F/A18 E/F সুপার হর্নেট বহরের বিকল্প হবে।
গত শুক্রবার প্রকল্পটি এগিয়ে নিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি পেন্টাগন ও মার্কিন নৌবাহিনী।
রিপোর্ট : রা. মু/টুবন