আইসিসির সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন অভিষেক, কুলদীপ ও বেনেট
সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের অভিষেক শর্মা, কুলদীপ যাদব এবং জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। ৩ ক্রিকেটারের মধ্যে যেকোনো একজনের হাতে উঠবে মাস সেরার পুরস্কার।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সবচেয়ে বেশি রান এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে। ৭ ম্যাচে ৩ ফিফটিতে ৩১৪ রান করেছেন অভিষেক। স্ট্রাইকরেট ছিল ২০০। ব্যাটে ঝড় তুলে পেয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার।
এদিকে এশিয়া কাপে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন কুলদীপ যাদব। ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি। ইকোনমি রেট ছিল মাত্র ৬ দশমিক দুই সাত। ভারতের শিরোপা জয়ে বড় অবদান ছিলো অভিষেক ও কুলদীপের।
অন্যদিকে সেপ্টেম্বরে দারুণ ফর্মে ছিলেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। ৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৪৯৭ রান করেছেন বেনেট, গড় ৫৫ ছাড়ানো। স্ট্রাইকরেট ১৬৫ দশমিক ছয় ছয়। হাঁকিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও।
এছাড়া নারীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সিদরা আমিন, দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস এবং ভারতের স্মৃতি মান্ধানা।
রিপোর্ট : কা/টুবন
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সবচেয়ে বেশি রান এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে। ৭ ম্যাচে ৩ ফিফটিতে ৩১৪ রান করেছেন অভিষেক। স্ট্রাইকরেট ছিল ২০০। ব্যাটে ঝড় তুলে পেয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার।
এদিকে এশিয়া কাপে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন কুলদীপ যাদব। ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি। ইকোনমি রেট ছিল মাত্র ৬ দশমিক দুই সাত। ভারতের শিরোপা জয়ে বড় অবদান ছিলো অভিষেক ও কুলদীপের।
অন্যদিকে সেপ্টেম্বরে দারুণ ফর্মে ছিলেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। ৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৪৯৭ রান করেছেন বেনেট, গড় ৫৫ ছাড়ানো। স্ট্রাইকরেট ১৬৫ দশমিক ছয় ছয়। হাঁকিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও।
এছাড়া নারীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সিদরা আমিন, দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস এবং ভারতের স্মৃতি মান্ধানা।
রিপোর্ট : কা/টুবন