ATN
শিরোনাম
  •  

গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

         
গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তাসহ ইসরায়েলি সেনা প্রত্যাহেরর সাথে ধাপে ধাপে জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস।

মঙ্গলবার, মিশরের শারম আল-শেখে ইসরায়েল-হামাসের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা শেষে এ কথা বলেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা।

আজও তৃতীয় দিনের মতো চলবে আলোচনা। এতে যোগ দিতে মিশরে যাচ্ছেন কাতার ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

হামাসের মুখপাত্র ফাওজি বারহোম জানান, যুদ্ধবিরতির জন্য তাদের প্রধান শর্তগুলো মানতে হবে, যার মধ্যে আছে স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও অবাধে গাজায় ত্রাণ প্রবেশের শর্ত।

এছাড়া বাস্তুচ্যুত গাজাবাসীকে তাদের ঘরে ফিরতে দেয়ার পাশাপাশি গাজা পুনর্গঠনের শর্ত দিয়েছে হামাস। তবে অস্ত্র ছাড়ার বিষয়টি প্রত্যাখান করেছে সংগঠনটি।

হামাসের পক্ষ থেকে বলা হয়, এসব শর্ত মানলে ধাপে ধাপে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

রিপোর্ট : আ. সা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ